সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেছেন, আমার ফোর্সরা আমার সন্তানের মতন।ফোর্সের খাওয়ার বিষয়টি খুব গুরুত্ব পূর্ণ থানার ম্যাচ ম্যানেজার কে মনিটরিং করবে ৩ জনের কমিটি।তারা হলেন  এডিশনাল এসপি এডমিন এন্ড ফিন্যান্স, এডিশনাল এসপি অপারেশন এন্ড অপারেশন ও একজন ওসি সার্বক্ষণিক ভাবে থানার মেচ মনিটরিং করবে।বৃহম্পতিবার সন্ধার পরে  পুলিশ লাইন্স সাতক্ষীরাযর ড্রিল সেডে  প্রকাশ্যে উন্মুক্ত ভোট গ্রহণের মাধ্যমে মেস ম্যানেজার নির্বাচন শেষে এসব কথা বলেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।

জেলা পুলিশের সুত্র জানায়, পুলিশ সুপারের  নির্দেশনায় ১০ দিন পূর্বে ঘোষিত মেস ম্যানেজারের দায়িত্ব গ্রহণে  ইচ্ছুক ৬ জনের আবেদন ক্রমে উন্মুক্ত ভোট গ্রহনের আয়োজন এবং মেস ম্যানেজার নির্বাচন করা হয়।

পুলিশ সুপার  ফোর্সের খাবার, ছুটি ও কল্যানের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ঘোষনা দেন। মেস সদস্যদের মধ্যে উপস্থিত ১১৯ জন ভোট প্রদান করেন। তার মধ্যে ৬৪ ভোট পেয়ে কনস্টেবল/১২০৭ হাবিবুল্লাহ রাহাত বিজয়ী হন।

ভোট গ্রহণ অনুষ্ঠানে এ সময়  উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ  মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) কনক কুমার দাস,বিশেষ শাখার ডিআইওয়ান এস এম জাহিদ বিন আলম,ডিবির ওসি বাবলুর রহমান, আরো ১ লিচন কুমার বিশ্বাস  সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন