সাতক্ষীরা সদর থানার অফিসার-ইন-চার্জ জনাব মোঃ মোস্তাফিজুর রহমান বলেছেন ফলে রাসায়নিক জাতীয় পদার্থ মেশালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।তিনি বলেন যারা খাবারে বিষ দেয় তারা খুনি।মানুষ খুন করলে যেমন অপরাধ ঠিক তেমনি ফলে রাসায়নিক পদার্থ মিশিয়ে ফল পাকানো ও গুরুতর অপরাধ।শুক্রবার সকালে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মো: মোস্তাফিজুর রহমান সাতক্ষীরা বড় বাজারের কয়েকটা আমের আড়ৎ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।এসময় উপস্থিত জনতাদের উদ্যেশ্যে ওসি বলেন আপনারা আপনাদের নিজ নিজ এলাকায় খেয়াল রাখবেন কোন ব্যবসায়ী যদি দ্রত আম পাঁকানোর জন্য বা আমের সৌন্দর্য বৃদ্ধির জন্য ফলে কার্বাইড বা ফরমালিন মেশায় তাহলে আপনারা দ্রুত সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসন কে 01309-513572 অথবা ওসি সাতক্ষীরা থানা 01713-374141 নাম্বারে ফোন দিয়ে আমাদের কে সহযোগিতা করবেন,তথ্য দাতার পরিচয় গোপন রাখা হবে।ওসি মোস্তাফিজ আরো বলেন জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

আমের আড়ৎ পরিদর্শনের সময় ও বিষমুক্ত আম পরীক্ষা করার সময় এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা থানার পরিদর্শক (তদন্ত)জনাব সেকেন্দার আলী,সাতক্ষীরা থানার সেকেন্ড অফিসার নজরুল ইসলাম,সদর ফাঁড়ির আইসি সাব-ইন্সপেক্টর রবিণ চন্দ্র মন্ডল সহ অন্যান্য সঙ্গীয় ফোর্স।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন