আম্ফানে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ সংস্কারে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হবে- হাড়দ্দহে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র আহবানে সাতক্ষীরায় প্রলংকারী ঘুর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ পরিদর্শণ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক। তিনি বৃহস্পতিবার (২৮ মে) সকাল ১০টায় সদরের ভোমরা ইউনিয়নের হাড়দ্দহা মাঝেরপাড়া এলাকায় যান এবং সেখানে প্রলংকারী ঘুর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ ঘুরে দেখেন এবং সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে ঘুর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এসময় পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের ভূখন্ডের এক খন্ড জমি ও নদী গর্ভে বিলীন বা সীমানা হারিয়ে যেতে দেবোনা। খুব দ্রুত এই ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ সংস্কাার করা হবে। ঘুর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ সংস্কারে বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হবে বলে জানান তিনি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মো. হাবিবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. রফিক উল্লাহ, পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল হোসেন, পানি উন্নয়ন বোর্ড (পওর) বিভাগ সাতক্ষীরা ১ এর নির্বাহী প্রকৌশলী মো. আবুল খায়ের, পানি উন্নয়ন বোর্ড (পওর) বিভাগ সাতক্ষীরা ৩ এর নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান খান, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মোহাম্মদ আবু সায়ীদ, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য ও দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম গাজী প্রমুখ। এসময় দলীয় নেতৃবৃন্দসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন