♣♣♣
আশাশুনিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মিজাবে রহমত,আশাশুনি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার দেবনাথ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামিউর রহমান, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সমাজ সেবা অফিসার ইমদাদুল হক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, সমবায় অফিসার আনছারুল আজাদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী আকতার হোসেন, পিআইও সেলিম খান, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, একাডেমীক সুপারভাইজার হাসানুজ্জামান, ইউডিএফ দেবু বিশ্বাস, কুল্যা ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম পান্না, আ’লীগ নেতা রফিকুল ইসলাম মোল্যা, সেলিম রেজা সেলিম, ঢালী মোঃ সামছুল আলম, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সেক্রেটারি আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক সমীর রায়, অধ্যাপক সুবোধ চক্রবর্তী, প্রদর্শক ইয়াহিয়া ইকবাল, শিক্ষক কামরুন নাহার কচি, আবুল কালাম আজাদ প্রমুখ। সভায় ১৫ আগস্ট শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত করণ, শোক র্যালী এবং অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মসজিদ মন্দির ও গীর্জায় বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়। অনুষ্ঠান সফল করতে বিষয় ভিত্তিক উপ কমিটি গঠন করা হয়।