সিটিজেন জার্নালিস্ট(জিমি):
প্রতি বৎসরের ন্যায় এবছর ও আশাশুনিতে মহান মাতৃভাষা ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৮ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানার সভাপতিত্বে সভায় পুলিশ পরিদর্শক (তদন্ত) আক্তারুজ্জামান, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, মেডিকেল অফিসার ডাঃ সুমন ঘোষ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজিবুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল­াহ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, আরডিও বিশ্বজিৎ ঘোষ, ইউআরসি ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, আ’লীগ নেতা রফিকুল ইসলাম মোল্যা, প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিস, অধ্যাপক তৃপ্তিরঞ্জন সাহা, সাবেক চেয়ারম্যান স ম সেলিম রেজা সেলিম, প্রভাষক শাহাদাৎ হোসেন টিটল, শিক্ষক নিরঞ্জন কুমার সরকার, প্রদর্শক ইয়াহিয়া ইকবাল, নুরুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ২১ ফেব্র“য়ারি রাত্র ১২.০১ টায় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করণ, সকাল ৭টায় প্রভাতফেরী ও বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভ্ াও পুরস্কার বিতরণ অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন