সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি আশাশুনি উপজেলার বিভিন্ন মৎস্য সেট, প্রতিষ্ঠান ও নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার সকাল থেকে দিনভর এ কর্মসূচি পালন করা হয়।
সাতক্ষীরা-৩ আসানে আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্ত এমপি রুহুল হক সকালে শোভনালী ইউনিয়নের বদরতলা মৎস্য সেটে প্রথমে গমন করেন। মৎস্য সেটের সকল কাটা ও আড়তে আগত সকল ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতাদের সাথে তিনি মতবিনিময় করেন। পরে বুধহাটা ইউনিয়নের মহেশ^রকাটি মৎস্য সেটের সকল কাটা, আড়ৎ ও দোকানে গিয়ে সকলের সাথে মতবিনিময় শেষে সেট চত্বরে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এরপর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিমের বাসভবনে গিয়ে তার সাথে মতবিনিময় ও বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ করেন। এরপর ক্রমান্বয়ে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথের কার্যালয়ে গিয়ে কথা বলেন। সবশেষে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড. শহিদুল ইসলাম পিন্টুর আশাশুনি বাজারস্থ আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও সদর ইউনিয়ন পরিষদে গিয়ে মতবিনিময় করেন। এসময় সাবেক এমপি আলহাজ¦ মোখলেছুর রহমান, পুজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, চেয়ারম্যান ইঞ্জিঃ আবম মোছাদ্দেক, চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন, চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতা মুজিবর রহমান, ঢালী সামছুল আলম, প্রভাষক মাহবুবুল হক ডাবলু, মনিরুজ্জামান বিপুল, এস এম সাহেব আলি, জলিল উদ্দিন ঢালী. আব্দুল্লাহেল বাকী বাচ্চু, নুরুজ্জামান জুলু, বদিউজ্জামান মন্টু, প্রিন্স, রাজ্যেশ্বর দাশ, সঞ্জয় কুমার দাশ, আলমগীর হোসেন খোকা, রেজওয়ান আলি, নুরুল ইসলাম, মিজান, আলিম, মিঠুন, সামছুর রহমান এবং বিভিন্ন ইউনিয়নের ইউপি সদন্যবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সূত্র: দৈনিক সাতক্ষীরা ডটকম।