মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে ৮০ ও ৯০ দশকের সাবেক ছাত্রনেতা সমন্বয় কমিটি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ধারাবাহিকভাবে তৃতীয় দফায় মহামারি করোনায় কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় সুলতানপুর অগ্রণী ব্যাংকের সামনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সাবেক ছাত্রনেতা সমন্বয় কমিটির আহবায়ক শেখ সাহিদ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম।
সংগঠনের সদস্য সচিব শেখ এজাজ আহমেদ স্বপনের পরিচালনায় অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নাছেরুল হক, জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব আব্দুল মান্নান, সংগঠনের যুগ্ম আহবায়ক জে এম ফাত্তাহ, সদস্য
সৈয়দ মহিউদ্দীন হাশেমী তপু, শেখ মুশফিকুর রহমান মিল্টন, পৌর আওয়ামীলীগ নেতা খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, সংগঠনের সদস্য পৌর যুবলীগের আহবায়ক মনোয়ার হোসেন অনু, সাংবাদিক মনিরুল ইসলাম মনি, খন্দকার আনিছুর রহমান প্রমুখ।
এসময় পৌরসভার ৯টি ওয়ার্ডের কর্মহীন ১৫০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি নজরুল ইসলাম বলেন, ৮০ ও ৯০ দশকের সাবেক ছাত্রনেতা সমন্বয় কমিটি সাতক্ষীরা জেলা শাখা ধারাবাহিকভাবে যেভাবে মানুষের পাশে দাড়িয়েছে তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। (প্রেস বিজ্ঞপ্তি)