দেবহাটায় জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠ, নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হাফিজ আল আসাদ। বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিষদের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হাফিজ আল আসাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, প্রচার সম্পাদক মোমিনুর রহমান, কার্যনির্বাহী সদস্য আবু হুরাইরা, আব্দুর রব লিটু, এসএম নাসির উদ্দীন, নির্মল কুমার মন্ডল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসরা জসীমউদ্দীন, মৎস্য অফিসার বদরুজ্জামান, দেবহাটা থানার ওসি তদন্ত উজ্জল মৈত্র, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাচন অফিসার আব্দুল হাই, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব, দেবহাটা প্রেসক্লাবের সহ-সভাপতি রশিদুল আলম রশিদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সদস্য আজিজুল হক আরিফ, এমএ মামুন, কবির হোসেন, রুহুল আমিন প্রমুখ। এসময় নির্বাচনী তফসিল ঘোষনা হওয়ার পর থেকে তিনি নির্বাচনের সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে বিভিন্ন কাজের বিবরণ দেন। এছাড়া প্রার্থীদের নির্বাচনী আচারণ বিধি মেনে চলার বিষয়েও নির্দেশনা প্রদান করেন। তিনি নির্বাচনকে উৎসব মুখর পরিবেশে সফল ভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।