আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 218 দর্শন

 

আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ০৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তারিখে পুলিশ সুপারের কার্যালয়, সাতক্ষীরার সম্মেলন কক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় বিভিন্ন উপজেলা হতে আগত নেতৃবৃন্দ তাদের মতামত প্রকাশ করেন এবং জেলা পুলিশকে সার্বিক কার্যক্রমে সহযোগিতা প্রদান করবেন বলে আশ্বস্ত করেন। পরবর্তীতে পুলিশ সুপার বলেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রত্যয়ে ইতোমধ্যেই জেলা পুলিশের প্রতিটি ইউনিট নিবিড় ভাবে কাজ করে যাচ্ছে।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  মোঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল)  মোঃ হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)  মোঃ আনোয়ারুল কবীর, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ শফিকুল ইসলাম সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন