ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন কিশোর ভ্যান চালক শাহীন মোড়লকে গতকাল দেখতে যান র‍্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদ। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসক দের সঙ্গে শাহীনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

সেখানে উপস্থিত শাহীনের মায়ের সঙ্গে র‍্যাবের মহাপরিচালক কথা বলেন। র‍্যাবের পক্ষ থেকে তার হাতে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। শাহীনের সুচিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার ব্যাপারে তার পরিবারকে আশ্বস্ত করেন  র‍্যাবের মহাপরিচালক।

উল্লেখ্য, গত শুক্রবার যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের হায়দার আলীর ছেলে শাহীন (১৪) রিকশা ভ্যান নিয়ে কেশবপুর বাজার থেকে বের হয়ে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা এলাকায় রওয়ানা হয়। পথিমধ্যে ধানদিয়া গ্রামের হামজাম তলার মাঠে ঢুকে একটি পাটক্ষেতের পাশে এলে গাড়িতে যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা ভ্যানটি থামাতে বলে। থামালে দুর্বৃত্তরা শাহীনের মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে ভ্যান ও শাহীনের কাছে থাকা মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন