আহবান…// হিমাদ্রী বসু

এভাবে না হয় আরো কিছুদিন যাক
আরো কিছুদিন এক বিছানায় শোয়া
আরো কিছুক্ষন এক জানালায় চোখ
এক চন্দ্রে দুইটি হৃদয় ধোয়া।

আরো কিছুদিন কথার ছলে কথা
চা’য়ের সাথে গল্প, টিভির ঘর
আরো কিছুদিন একসাথে পথ চলা
ঘুমের ঘোরে সর্বনাশা ঝড়।

আরো কিছুকাল কষ্ট তোলা থাক
খাঁচাবন্দি দুঃখ পাখির ঝাঁক
আরো কিছুকাল হাতের উপর হাত
মুঠোয় চেয়ে সুখের পারিজাত!

নেহাত যদি না মেলে বুকের ফাঁক
তখন না হয় পৃথক পথের বাঁক…………

লেখক : জনাব মো:শাহরিয়ার হাসান,পরিদর্শক(তদন্ত),জেলা গোয়েন্দা শাখা,সাতক্ষীরা।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন