ইউনাইডেট হাসপাতালে চিকিৎসারত কাজী আক্তার হোসেন কে দেখতে গেলেন,এমপি রবি।।

দ্বারা zime
০ মন্তব্য 185 দর্শন

♠♠♠
নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নব্বই দশকের এক অণবদ্য নাম কাজী আক্তার হোসেন।১৯৯৬ সাল থেকে এই নেতা জেলা ছাত্রলীগের সভাপতি হিসাবে সফল ভাবে দায়িত্ব পালন করেছেন প্রায় একটানা ১০ বৎসর।ছাত্রলীগের কর্মী সংগ্রহ থেকে শুরু করে সংগঠন কে একত্রিত করতে তার ভূমিকা ছিলো বেশ প্রশংসার দাবিদার।জেলার ধনী-দারিদ্র,ছোট-বড়,পুরুষ-মহিলা সকল স্থরের মানুষ কাজী আক্তার হোসেন কে ভিষন পছন্দ করেন ও ভালবাসেন এক অলৌকিক কারনে।বিশেষ করে জেলার ছাত্রলীগ-যুবলীগ-স্বেচ্ছা স্বেচ্ছাসেবকলীগ-তরুণলীগ-তাতীলীগ তথা জেলা আওয়ামীলীগের প্রত্যেকটি নেতাকর্মী কাজী আক্তার হোসেন কে পছন্দ করেন ও ভালোবাসেন।
সকলের প্রান-প্রিয় নেতা হঠাৎ অসুস্থ্য হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার জন্য ভর্ত্তি হয়েছেন গত ১২ই জুলাই ২০১৮ তারিখে।পরে ১৪ জুলাই সকাল ৮ টায় কাজী আক্তার হোসেন কে ইউনাইটেড হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার সফল ভাবে বাইপাস অপারেশন করেন।এদিকে প্রিয় নেতার বাইবাস অপারেশন করার আগের দিন সাতক্ষীরা জেলা স্বেচ্ছা সেবকলীগ কাজী আক্তার হোসেনের সুস্থ্যতার জন্য দোয়া অনুষ্ঠান ও মিলাদ মাহফিল এর আয়োজন করেন।কাজী আক্তার হোসেনের এপিএস আব্দুল্লাহ আল মাদুস ইউনাইটেড হাসপাতাল থেকে আপডেট সাতক্ষীরা ডটকম কে জানান,বাইপাস অপারেশনের পর কাজী আক্তার হোসেন ভাই এখন সুস্থ্য আছেন ও ভালো আছেন।তিনি আরো জানান,আজ ১৮ ই জুলাই ২০১৮ তারিখ বিকাল আনুঃ ৪ টার সময় সাতক্ষীরা সদর আসনের মাননীয় সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি মহোদয় কাজী আক্তার হোসেন কে ইউনাইটেড হাসপাতালে দেখতে এসেছিলেন।এসময় এমপি মহোদয় কাজী আক্তার হোসেনের শারীরিক সুস্থ্যতার খোজ খবর নেন ও ইউনাইটেড হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা কে কাজী আক্তার হোসেনের সার্বক্ষণিক চিকিৎসা সেবা ও অবজারভেশনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন বলে জানিয়েছেন আবদুল্লাহ আল মাছুদ।







০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন