ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে নবনিযুক্ত ডিআইজি, খুলনা রেঞ্জ মঈনুল হক এঁর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০:৩০ ঘটিকায় রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, খুলনায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের নবাগত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মঈনুল হক বিপিএম(বার), পিপিএম। মতবিনিময় শেষে রেঞ্জ ডিআইজি উপস্থিত সকল সাংবাদিকবৃন্দদের সাথে শুভেচ্ছা বিনিময় করে বক্তব্য প্রদান করেন।
মতবিনিময় সভায় এ সময় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), মোঃ ইকবাল, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) মোঃ আতিকুর রহমান পিপিএম, , খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারন সম্পাদক খুলনা প্রেসক্লাব মামুন রেজা সহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।