গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার) এঁর সাথে গাজীপুরস্থ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ১৪ জুলাই ২০২২ খ্রিঃ তারিখ দুপুর ১২ঃ০০ ঘটিকার সময় জিএমপি হেডকোয়ার্টার্সে ২য় তলায় কনফারেন্স রুমে গাজীপুরস্থ সকল ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেন জিএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, বিপিএম (বার) পিপিএম (বার) । পুলিশ কমিশনার উপস্থিত সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।
এসময়ে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ বরকতউল্লাহ খান, বিপিএম-সেবা, ডিসি ক্রাইম সাউর্থ মোহাম্মদ ইলতুৎ মিশ সহ গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকতা বৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।