ঈদুল ফিতরে মানুষের ঘরে ফেরার আনন্দ নিরাপদ করতে তৎপর রয়েছে র‌্যাব। কমলাপুর রেলস্টেশন থেকে মানুষের গ্রামে যাওয়া এবং শহরে নিরাপদে ফিরে আসা নিশ্চিত করবে সংস্থাটি।

গতকাল দুপুরে কমলাপুর রেলস্টেশনে ঈদ নিরাপত্তা পর্যবেণ শেষে এসব কথা বলেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান।

র‌্যাব কর্মকর্তা বলেন, ‘ঈদকে আনন্দঘন ও নিরাপদ করার জন্য র‌্যাব সবসময়ই কাজ করে। এবারো ঈদুল ফিতর উপলে কমলাপুর রেলস্টেশন থেকে মানুষের গ্রামের বাড়ি যাওয়া এবং শহরে নিরাপদে ফিরে আসা নিশ্চিত করতে তৎপরতা রয়েছে র‌্যাব। মানুষের ঘরে ফেরা আনন্দঘন ও নিরাপদ করতে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে।’

‘ট্রেনের টিকিট কালোবাজারি এবং টিকিট বিক্রির সময় বিড়ম্বনা এড়াতে র‌্যাব-৩ সর্বদা তৎপর থাকছে।’

র‌্যাবের সঙ্গে রেলওয়ে কর্তৃপরে নিবিড় যোগাযোগ আছে জানিয়ে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ‘কমলাপুরে আমাদের ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম রয়েছে। টিকিট কালোবাজারির তথ্য আমাদের জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। তাছাড়া কোনো অনিয়ম হচ্ছে কি’না, এই বিষয়েও আমদের নজরদারিতে থাকছে।’

‘ঈদের সময় শপিং মলগুলোতে কেনাকাটা এবং যেসব স্থানে মানুষের সমাগম হয়, অর্থাৎ ব্যাংক থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। এসব জায়গায় আসা-যাওয়ার মধ্যে যেনো কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত হতে না পারে এবং কোনো প্রকার দুর্ঘটনা ঘটতে না পারে, সেজন্য র‌্যাব-৩ সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে। গোয়েন্দা নজরদারি থেকে শুরু করে পেট্রোল, চেকপোস্ট অব্যাহত থাকছে।’





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন