ঈদুল আযহা উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের একগুচ্ছ কর্মসূচী

দ্বারা zime
০ মন্তব্য 296 দর্শন

 

আসন্ন পবিত্র ঈদুল আযহা জেলাব্যাপী যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদ্যাপনে সাতক্ষীরা জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।

জেলা প্রশাসকের কার্যালয় জানা যায়, মুনজিতপুরস্থ সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহারপ্রথম জামাত সকাল ৭.৩০ টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৮.০০ টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে পার্শ্ববর্তী মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। কোরবানির বর্জ দ্রুত সময়ে অপসারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া ও পশুর চামড়া লবন দিয়ে যথাযথভাবে সংরক্ষণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

এছাড়াও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলার বিভিন্ন সরকারি হাসপাতাল, কারাগার, শিশু সদন, সরকারি আশ্রয় কেন্দ্রে ঈদের দিন উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।শিশু একাডেমীতে শিশুদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হবে।

জেলাব্যাপী যথাযোগ্য মর্যাদা ও আনন্দের মধ্য দিয়ে ঈদ উৎসব উদ্যাপনের জন্য সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন,সড়ক সজ্জিত করা, আলোকসজ্জার ব্যবস্থা ও বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করছে জেলা প্রশাসন।

– প্রেস বিঞ্জপ্তি।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন