আসন্ন পবিত্র ঈদুল ফিতরে তিন দিন সরকারি ছুটির সিদ্ধান্ত জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সরকার ঘোষিত এই তিন দিনের ছুটির অতিরিক্ত কোনো ছুটি প্রদান করতে পারবে না বেসরকারি বা ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠানও।
সোমবার মন্ত্রিপরিষদের বৈঠক শেষে বিষয়টি সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সরকারে এই সিদ্ধান্তে সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
সচিব বলেন, ‘নির্ধারিত তিন দিনের বেশি অতিরিক্ত কোনো বন্ধ দেওয়া যাবে না। এই বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আর কোনো বন্ধ দেওয়া যাবে না। ছুটির এই তিন দিনের দুদিন পড়েছে শুক্র ও শনি। আর বাকি একদিন বৃহস্পতিবার।
তিনি বলেন, এই তিন দিনের বাইরে বেসরকারি খাতের কোনো প্রতিষ্ঠান, শিল্পকারখানা বন্ধ দিতে পারবে না। সরকারের এ সিদ্ধান্তের ফলে তিন দিন বন্ধ থাকবে পোশাকশিল্প খাত। এছাড়া অন্যান্য উদ্যোক্তাদেরও এর বাইরে অতিরিক্ত ছুটি প্রদানের সুযোগ থাকছে না।