নিজস্ব প্রতিবেদকঃ

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের ত্রি-তল ভবন উদ্বোধন ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে সাতক্ষীরা প্রেসক্লাবের নবনির্মিত ত্রি-তল ভবনের শুভ উদ্বোধন করেন।

পরে তিনি সাতক্ষীরা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইকবাল সোবহান চৌধুরী বলেন, বর্তমান সরকার গণমাধ্যম ও সাংবাদিকতার উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সাংবাদিকদের নিরাপত্তায় কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছে।

দায়িত্ব পালন করতে গিয়ে খুলনা অঞ্চলে স ম আলাউদ্দিন, মানিক সাহা, শামসুর রহমান কেবলসহ সারাদেশে অসংখ্য সাংবাদিক হত্যার শিকার হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিক হত্যাকা-ের বিচার হচ্ছে না। এটা অত্যন্ত দুঃখজনক। এসময় তিনি সাতক্ষীরা প্রেসক্লাবের বহুতল ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেও আপনাদের সহযোগিতা করেছেন, আবারও করবেন।

প্রধান অতিথি আরও বলেন, বিগত ২০১৩ সালের কালো ছায়া সাতক্ষীরাবাসীর ঘাড়ের উপর ঘর করে জেলাকে কুলষিত করার চেষ্টা করলেও তাদের সেই এজেন্ডা সফল হয়নি। কোনদিনও সেই এজেন্ডা সফল হবেনা। কারণ আপনারা সরকারের পাশে থেকে সার্বিক সহযোগিতা করবেন বলে আমি বিশ্বাস করি।

সাতক্ষীরা প্রেসক্লাবের কৃষ্ণচূড়া চত্বরে এই আয়োজনে প্রেসক্লাবের বিদায়ী সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জগলুল হায়দার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম রিফাত আমিন, জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সিনিয়র সাংবাদিক সুভাষ চৌধুরী, প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আবু আহমেদ ও সাধারণ সম্পাদক আব্দুল বারী।

অনুষ্ঠানে ফুল দিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে দেশাত্মবোধক নানা আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন