খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের উদয়ন ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান চালিয়ে ১২ বোতল ফেনসিডিল ও ছয়টি ফেনসিডিলের খালি বোতল উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশের সদস্যরা। সোমবার দিবাগত মধ্যরাতে এ অভিযান চালানো হয়। এসময় ডায়াগনষ্টিক সেন্টারের ম্যানেজার আ: রহমান ও উদয়নের মালিকের চাচাতো ভাই আব্বাস উদ্দিন নামের দু’জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তবে মূল মালিক এসএম সৈয়দ পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
নগর গোয়েন্দা পুলিশের ওসি মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে অভিযান চালানো হয়। এসময় উদয়ন ডায়াগনষ্টিক সেন্টারের এক্স-রে রুমের ডার্ক রুমের মধ্য থেকে উক্ত ফেনসিডিল ও খালি বোতলগুলো উদ্ধার করা হয়। অভিযানের সময় ডায়াগনষ্টিক সেন্টারের মালিক এসএম সৈয়দ পলাতক থাকলেও তার স্ত্রী শিরিণ আক্তারকে বাড়ি থেকে ধরে এনে তার সামনে বসেই অভিযান চালানো হয়। এক্স-রে রুমে রাজু ও আকাশ নামের দু’জন কর্মচারী কাজ করেন বলেও ডিবি’র ওসি জানান। তবে তাদেরকে গ্রেফতার করা হয়নি। এছাড়া মালিকের স্ত্রী শিরিণ আক্তারকেও ছেড়ে দেয়া হয়। এসএম সৈয়দ অসুস্থ বলেও তার স্ত্রী পুলিশকে জানিয়েছেন।
অবশ্য স্থানীয় একটি সূত্র জানায়, অভিযানের সময় ডায়াগনষ্টিক সেন্টারের মালিক এসএম সৈয়দ সেখানে উপস্থিত থাকলেও অসুস্থতার কাগজপত্র দেখানোর কারণে তাকে ছেড়ে দেয়া হয়। গ্রেফতারকৃত দু’জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে বলেও ডিবি পুলিশ জানায়। গতকাল মঙ্গলবার তাদেরকে আদালতে চালান দেয়া হয়।
সূত্র: দৈনিক পূর্বাঞ্চল।