আজ ০৫ মার্চ ২০২১ খ্রিঃ শুক্রবার সকালে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম, রাজারবাগ এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড: বেনজীর আহমেদ বিপিএম (বার) বলেন, স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তি জাতির জন্য এক মাহেন্দ্রক্ষণ ও দুর্দান্ত এক অর্জন।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি (শুক্রবার) বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশ হিসেবে চুড়ান্ত সুপারিশের ঘোষনা দেয় জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (ইউএন সিডিপি)। স্বাধীনতার ৫০ বছর পুর্তি এবং জাতির পিতার জন্মশতবার্ষিকিতে বাংলাদেশের এ অর্জন এক ঐতিহাসিক মাইলফলক বলে উল্লখ করেন আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে এদেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতের সম্মিলিত প্রয়াসের ফল আমাদের এ অর্জন। তাই তিনি মাননীয় প্রধানমন্ত্রীসহ এদেশের ১৮ কোটি মানুষকে এ ঐতিহাসিক অর্জনের জন্য সাধুবাদ জানান।
বাংলাদেশের এ ঐতিহাসিক অর্জনকে দেশবাসির সাথে সম্মিলিতভাবে উদযাপন করতে স্বাস্থবিধি মেনে দেশব্যাপী সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে আগামী ৭ই মার্চ বিকাল ৩টায় বাংলাদেশ পুলিশের সকল থানায় একযোগে আনন্দ আয়োজনের ঘোষনা দিয়ে এ আয়োজনকে অর্থবহ করার আহবান জানান তিনি।