মাহফিজুল ইসলাম আককাজ: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নৌকা প্রতিকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ডিসেম্বর) বিকালে কদমতলা বাজারে জেলা বঙ্গবন্ধু পেশাজীবী ফোরামের আয়োজনে জেলা বঙ্গবন্ধু পেশাজীবী ফোরামের সভাপতি মো. আব্দুল আলিম’র সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য গণমানুষের প্রাণের নেতা উন্নয়নের রুপকার বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘উন্নয়নের মাধ্যমে সদর আসনকে আলোকিত সাতক্ষীরা তৈরী করতে চাই। আওয়ামীলীগ মানে স্বাধীনতা, আওয়ামীলীগ মানে উন্নয়ন ও শান্তি।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও কল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজহারুল ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজান, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মো. মজনুর রহমান মালি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোশতাক আলী, পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, লাবসা ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদ, শ্রমিক নেতা শেখ রবিউল ইসলাম রবি, মহিদুল ইসলাম প্রমুখ। অপরদিকে বিকাল সাড়ে ৩টায় পৌরসভার ০৪ নং ওয়ার্ডের সুলতানপুর সাহা পাড়ায় নির্বাচনী গণসংযোগ করেন এবং লিফলেট বিলি করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, পৌরসভার ০৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চল, সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, পৌর কাউন্সিলর শাহিনুর রহমান। অপরদিকে সন্ধ্যায় শহরের রসুলপুরস্থ জেলা পরিষদের সামনে সদর উপজেলা তাঁতীলীগের আয়োজনে সংগঠনের সভাপতি মো. সাগর হোসেনের পরিচালনায় নির্বাচনী পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আজিজুর রহমান, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মীর মাহমুদ হাসান লাকি, জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য ডা. মুনছুর আহমেদ, জেলা শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার, সহ-সভাপতি অ্যাডভোকেট শেখ তামিম আহমেদ সোহাগ, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, সদস্য মীর মহিতুল আলম, জিয়াউর বিন সেলিম যাদু, সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি কাজী সাদিকুজ্জামান দ্বীপ, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, সাবেক সদর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম, পৌর যুবরীগের সাধারণ সম্পাদক তুহিনুর রহমান তুহিন, কাজী মারুফ আহমেদ, বঙ্গবন্ধু পেশাজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি রোকন উদ্দিন, শেখ মারুফ আহমেদ, আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোচ্ছাক সরদার, ইউনুচ আলী, চঞ্চল, কবির প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সেলিম হোসেন ও জিল্লুর রহমান। এসময় আওয়ামীলীগের অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন