আগামীকাল ২৪ মার্চ গোপালগঞ্জ জেলায় উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ এর ভোট গ্রহন উপলক্ষে গোপালগজ্ঞ জেলার রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক জনাব মোখলেছুর রহমান সরকার ও গোপালগজ্ঞ জেলার পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান-পিপিএম (বার) আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচনী ব্রিফিং প্রদান করেছেন।শনিবার সকালে গোপালগজ্ঞ জেলার মুকসুদপুর উপজেলার প্রতিটি ভোট কেন্দ্রের ভোটারদের সাথে কথা বলেন জেলার রির্টানিং অফিসার ও জেলার শীর্ষ এই পুলিশ কর্মকর্তা।এসময় জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার জনাব মোখলেছুর রহমান সরকার ভোটারদের উদ্যেশ্যে বলেন ভয়ভীতিকে উপেক্ষা করে আগামীকাল সকল ৮ টায় সবাই ভোট কেন্দ্রে আসবেন ভোট দিতে এবং আপনাদের পছন্দের প্রার্থিকে ভোট দিয়ে যাবেন।আমাদের আইন-শৃংখলা বাহিনীর কয়েকস্থরের নিরাপর্ত্তা বলয় আপনাদের নিচ্ছিন্দ্র নিরাপর্তা নিশ্চিত করবে।আমাদের ভ্রাম্যমান মোবাইল কোর্ট প্রত্যেকটি কেন্দ্রের আসে পাসেই থাকবে।কোন অবস্থাতেই ভোট কারচুপির সুযোগ থাকবেনা।এসময় জেলা পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান পিপিএম(বার)বলেন ভোট কেন্দ্রে এসে কোন মহল যদি ভোট ডাকাতির চেষ্টা করে তাহলে তার পরিনতি হবে ভয়াবহ।তারা কেন্দ্র থেকে জীবন নিয়ে ফিরে যেতে পারবেনা।
তিনি বলেন আগামী ২৪ মার্চ তারিখ মুকসুদপুর উপজেলা তথা গোপালগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় অবাদ, সুষ্ঠু ও নিরোপেক্ষ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।ভোট কেন্দ্রে কোন রকম অনিয়ম বরদাস্ত করা হবেনা। ব্রিফিং শেষে সকল কে নির্বাচনী আচরণ-বিধি মেনে চলতে আহবান জানানো হয়।