তালায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন শৃংখলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ফেব্রুয়ারী) বিকালে তালা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ সভা অনুষ্ঠিত হয় । তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ বদিউজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (তালা সার্কেল) অপু সরোয়ার, জেলা প্রশাসনের বিঞ্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আমিনুল ইসলাম, তালা থানার অফিসার (ওসি) মেহেদী রাসেল। উপজেলা কৃষি সম্প্রারণ অফিসার শ্রভ্রাংকর শেখর দাসের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন তালা প্রেসক্লাবের সভাপতিা প্রভাষক প্রণব ঘোষ বাবলু, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দ্দার, পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি নারায়ন চন্দ্র, উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের ঈমাম মাওলানা তাওহীদুর রহমান প্রমুখ।
এসময় প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ বদিউজ্জামান বলেন, আগামী ২৪ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচন হবে অবাধ এবং সুষ্ঠ। জনগণের প্রত্যক্ষ ভোট প্রদানের জন্য প্রশাসন সর্বাত্বক সহযোগিতা করবে।
এসময় তিনি নির্বাচনের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের নির্বাচনের সার্বিক নিরাপত্তা জোরদার করতে আহ্বান জানান। নির্বাচনে যদি কেহ অপ্রীতিকর ঘটনা ঘটায় সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।