নিজস্ব প্রতিনীধিঃ

আজ ৩০ নভেম্বর ২০১৭ তারিখ, সাতক্ষীরা সদর উপজেলার ডিজিটাল কর্ণারে সদর উপজেলার নভেম্বর/১৭ মাসের মাসিক আইন শৃংঙ্খলা মিটিং অনুষ্ঠিত হয়েছে।সাতক্ষীরা সদর উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ নূর হোসেন সজলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান পরিচালনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জজ কোর্টের বিজ্ঞ এডিশনাল পিপি ও জেলা পরিষদের সন্মানিত সদস্য জনাব শাহানাজ পারভীন মিলি,উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব কহিনুর ইসলাম,সদর থানার চৌকশ পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জনাব আব্দুল হাশেম,ভোমরা বিজিবি ক্যাম্প কমান্ডার,প্রেসক্লাব প্রতিনীধি  সহ সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন পরিষদের সন্মানিত চেয়ারম্যার বৃন্দ।

উক্ত সভায় ইউনিয়ন পরিষদের বিভিন্ন এলাকার সন্মানিত চেয়ারম্যান বৃন্দ তাদের এলার সম্ভাব্য সমস্যার কথা তুলে ধরেন এবং সভাপতি মহোদয় সমস্যা গুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।

অতপর,সাতক্ষীরা থানার প্রতিনীধি হিসাবে ওসি তদন্ত জনাব আব্দুল হাশেম নভেম্বর /১৭ মাসের অর্জন অথাৎ বিভিন্ন অপরাধে গ্রেপ্তারের সংখ্যা ও উল্লেখ যোগ্য মামলা নিঃষ্মর্ত্তির বিষয়াদী মাসিক সভায় উপস্থাপন করেন এবং সার্বিক ভাবে সদর উপজেলার অপরাধ মুলক কার্যক্রম ও গৃহিত ব্যবস্থা উক্ত সভায় ব্যক্ত করেন।পাসাপাসি ভোমরা বিজিবি ক্যাম্প কমান্ডার তার জিরো পয়েন্টের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

সাতক্ষীরা জেলা পরিষদের সন্মানিত সদস্য ও সাতক্ষীরা জজ কোর্টের এডিশনাল পিপি জনাব শাহানাজ পারভীন মিলি বাল্য বিবাহ কে কঠোর হস্তে দমন করার জন্য তাঁর এলাকায় গৃহিত বিভিন্ন পদক্ষেপ ও সমস্যা গুলো উক্ত সভায় উপস্থাপন করেন।এক প্রশ্নের জবাবে ইউএনও বলেন,কোন রকম বাল্য বিবাহ,ইভটিজিৎ,মাদক ও সন্ত্রাসবাদ আমার উপজেলাতে চলতে দেওয়া হবেনা।আপনার এলাকায় কোন রকম বাল্য বিবাহ/ইভটিজার দেখলে, সাথে সাথে আমার অফিসে বা সদর থানার সরকারী নাম্বারে অভিযোগ করবেন।আমরা তৎক্ষানিক ব্যবস্থা গ্রহন করবো।

সভায় আর কারো ব্যক্তব্য না থানায় সভাপতি মহোদয় সকল কে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন এবং মিটিং এ অংশগ্রহন কারী দের জন্য দুপুরে খাবার ব্যবস্থা করেন।

 

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন