খুলনা রেঞ্জের এডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (এডমিন এন্ড ফিন্যান্স) জনাব মো:হাবিবুর রহমান বিপিএম বলেছেন, ২৪ মার্চের উপজেলা নির্বাচন হবে নড়াইলের মাটিতে আর একটি রোল মডেল নির্বাচন।এখানে ভোটাররা ভোট দিতে আসবেন নির্ভয়ে ও নির্বিঘ্নে। শান্তিপূর্ণ ভাবে পছন্দের ভোটার কে ভোট দিয়ে ভোটাররা বাড়ি চলে যাবেন।আমরা আপনাদের নিচ্ছিদ্র নিরাপর্ত্তা দিব। তিনি আরো বলেন, কোন মহল যদি ভোট কেন্দ্রে এসে ভোটার দের প্রবাভিত করার চেষ্টা করে বা কেন্দ্রে কোন পক্ষ কে জেতানোর বা হারানোর চেষ্টা করে বা ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে,আমি তাদের কে সর্তক করে দিয়ে বলতে চাই তাদের পরিনতি হবে খুব ভয়াবহ।বিশৃৃংখলা করলে তারা কেন্দ্র থেকে প্রাণ নিয়ে বাড়ি যেতে পারবেনা। তিনি আরো বলেন, জোর করে কেন্দ্র দখলের চেষ্টা করলেই তার বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করা হবে। সুতরাং সকল প্রকার কাল্পনিক চিন্তা ভূলে যান।২৪ মার্চের নির্বাচন হবে অবাধ-সুষ্ঠ ও নিরপেক্ষ।
শনিবার বিকালে নড়াইল জেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন শেষে ভোটার ও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সাথে নির্বাচনী ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।এসময় অতিরিক্ত ডিআইজির নির্বাচনী ব্রিফিং কালে ও ভোট কেন্দ্র পরিদর্শন কালে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশ সুপার মুহাম্মদ জসিম উদ্দিন পিপিএম(বার),সংশ্লিষ্ট এলাকার সহকারি রির্টানিং অফিসার,নড়াইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার,নড়াইল জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক,গোয়েন্দা পুলিশের ইনচার্জ সহ সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত পুলিশ সদস্যগণ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।