সিটিজেন জার্নালিষ্ট ,সাতক্ষীরা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আকস্মিক ব্রক্ষ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ক্যাম্প পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার জনাব মো:সাজ্জাদুর রহমান।জেলা পুলিশের বিশেষ সূত্র জানায়, ২৬ নভেম্বর রোজ সোমবার সকালে তিনি সদর উপজেলার ব্রক্ষ্মরাজপুর পুলিশ ফাঁড়ি পরিদর্শনে যান।পরিদর্শনকালে ব্রক্ষ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মিরাজ আহম্মেদ জেলা পুলিশ সুপার কে ফুলের শুভেচ্ছা জানান।পরে পুলিশ সুপার মহোদয় ব্রক্ষরাজপুর পুলিশ ফাঁড়ির বিভিন্ন কক্ষ,হাজত খানা,মাল খানা,অস্ত্রাগার পরিদর্শন করেন।পরিদর্শন শেষে পুলিশ ফাঁড়ির পরিদর্শন খাতায় পুলিশ সুপার মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এসময় পুলিশ সুপার মহোদয় পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যদের মাঝে নির্বাচনী ব্রিফিং প্রদান করেন।নির্বাচনী ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন,আমরা সাতক্ষীরা বাসীকে উৎসব মুখর পরিবেশে একটি অবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই।তিনি বলেন নির্বাচন চলাকালীন সময়ে বৈধ কাগজপত্র ছাড়া কোন যানবহণ রাস্তায় নামানো যাবেনা।মটরসাইকেলে দুই জনের বেশি তিন জন আরোহী উঠানো যাবেনা এবং চালক ও যাত্রী দুইজন কেই হেলমেট পরিধান করতে হবে।তিনি বলেন নির্বাচন চলাকালীন সময়ে কেউ যেনো অবৈধ অস্ত্র ও মাদক বহণ করতে না পারে সেজন্য আমাদের পুলিশ সদস্যগণ সব সময় তৎপর রয়েছেন।তিনি আরো বলেন, কোন রকম নির্বাচনী আচরণ-বিধি লংঙ্ঘন করা যাবেনা।কোন কুচক্রী মহল যদি নির্বাচন বানচালের উদ্যেশ্যে অরাজকতা চালাতে চেষ্টা করে, তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করবো।তিনি আরো বলেন আমরা চাই কোন রকম বিশৃংখলা ছাড়াই সাতক্ষীরার সব কয়টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।জেলার সকল মানুষ  নির্ভয়ে ও নিশ্চিন্তে ভোট কেন্দ্রে এসে ভোট দিয়ে যাবেন।

এসময় পুলিশ সুপারের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ও সদ্য পদন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ,সাতক্ষীরা সদর সার্কেলের এডিশনাল এসপি মেরিনা আক্তার,জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইওয়ান আজম খান, গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আলী আহম্মেদ হাশেমী,সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মো:মোস্তাফিজুর রহমান,সাতক্ষীরা থানার পরিদর্শক(তদন্ত) মো:মহিদুল ইসলাম,সদর থানার পরিদর্শক (অপারেশন) জনাব সেকেন্দার আলী,সদর থানার সেকেন্ড অফিসার নজরুল ইসলাম,সাব-ইন্সপেক্টর নাজমুল হোসেন বাবুল, সদর ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর মনির হোসেন,ইটাগাছা ফাড়ির ইনচার্জ মো: ইসরাফিল, ডিবি পুলিশের সাব-ইন্সপেক্টর রিয়াদুল ইসলাম,সাব-ইন্সপেক্টর মিজানুর রহমান,সহকারী সাব-ইন্সপেক্টর মাজেদুল ইসলাম,সহকারী সাব-ইন্সপেক্টর রাজু আহম্মেদ,সহকারী সাব-ইন্সপেক্টর মেহেদী হাসান প্রমূখ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন