♣♣♣♣
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুচক্রী একটি মহল দেশে বিভিন্ন রকমের অপতৎপরতা চালাচ্ছেন বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য।
তিনি বলেছেন, ইন্টারনেট ফেসবুক অনলাইন সবই বর্তমান আওয়ামীলীগ সরকারের অবদান। এ অত্যাধুনিক প্রযুক্তি বিশ্বে বাংলাদেশকে এগিয়ে নিয়েছে। কিন্তু একটি কুচক্রী মহল ইন্টারনেট ফেসবুকে অপপ্রচার গুজব ছড়িয়ে বাংলাদেশকে পিছিয়ে দিতে চাইছে। তারা সরকারকে বার বার বিব্রত করতে চায়। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে থামাতে চায়। এদের বিরুদ্ধে শান্তিপ্রিয় মানুষকে সজাগ থাকতে হবে। আজ রবিবার দুপুরে রংপুর পুলিশ কমিউনিটি হল রুমে রংপুরের সুধী সমাজের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
জেলা পুলিশ আয়োজিত মতবিনিময় সভায় রংপুর পুলিশ সুপার মিজানুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন – অতিরিক্ত ডিআইজি আব্দুল মজিদ আলী, জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সাফি, সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল, রংপুর জেলা ও বিভাগীয় কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব সুশান্ত ভৌমিক, পীরগঞ্জ পৌরসভার মেয়র তাজিমুল ইসলাম শামীম, রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি প্রমুখ। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সাবির্ক) আবু মারুফ হোসেন।
ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ২০১৪ইং সালে আমরা আগুন সন্ত্রাস দেখেছি। জীবন্ত ঘুমন্ত মানুষকে আগুনে হত্যা করা হয়েছে। ভোটের আগে রাতে ভোটকেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয়া হয়েছে। গাইবান্ধায় প্রিজাইডিং কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। বিরোধি জোটের ৯২ দিনের হরতাল-অবরোধে দেশে এক অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতির উদ্ভব হয়েছিলো। এসব কিছুই সাহস আর দৃঢ়তার সাথে মোকাবেলা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে পুলিশ বাহিনী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বদ্ধ পরিকর। জনগণের জানমাল রক্ষা ও নিরাপত্তায় কোন অপশক্তি ছাড় পাবে না।
তিনি আরো বলেন, সবাইকে সজাগ থাকতে হবে। অপপ্রচারে কান দেয়া যাবে না। ভালো মন্দ বুঝে শুনে কাজ করতে হবে। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে একটি মহল সুযোগ নিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করবার চেষ্টা চালাচ্ছিলো। এটা প্রমাণ হয়ে গেছে। আপনারা এসব দেখে সতর্ক হোন। আমরা কোন ভুলে পতিত হলে গভীর অন্ধকারে দেশ নিমজ্জিত হবে। নির্বাচন আসলে ষড়যন্ত্রকারীরা মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে। তাদের অপপ্রয়াসে দেশকে অস্থিতিশীল করা। এবার আর কোন অপপ্রয়াস সফল হবে না। আর কেউ ছাড় পাবে না। অনুষ্ঠানে তিনি রংপুর অঞ্চলের মানুষকে অসাম্প্রদায়িক চেতনাকে লালন করে ধর্মীয় সম্প্রতি বজায় রাখতে সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সাথে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও রাষ্ট্রবিরোধি কর্মকান্ডের ব্যাপারে সজাগ থাকার কথা বলেন। মতবিনিময় সভায় রংপুর জেলার বিভিন্ন শ্রেণী পেশার ও সুধি সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরাসহ জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।