শেখ আরিফুল ইসলাম(আসা): আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মো: সাজ্জাদুর রহমানের নির্দেশনায় শনিবার বিকালে জেলা পুলিশ লাইন্স থেকে মহড়াটি বের হয়ে শহরের বিভিন্ন স্থান পরিদর্শন করে। এ সময় মহড়ায় অংশ নেয় সাতক্ষীরা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব আলী আহমেদ হাশমী,সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ জনাব মো:মোস্তাফিজুর রহমান,ডিবি পুলিশ পরিদর্শক জনাব সিকদার আককাস আলী,পিপিএম,ডিবি  পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব শাহরিয়ার হাসান,ডিবি পরিদর্শক হারান চন্দ্র পাল, সাতক্ষীরা থানার পরিদর্শক (তদন্ত)মো:মহিদুল ইসলাম,সদর থানার পরিদর্শক(অপারেশন)জনাব সেকেন্দার আলী,সদর থানার পরিদর্শক(ইন্টেলিজেন্স)জনাব আবুল কালাম,সাতক্ষীরা থানার সেকেন্ড অফিসার জনাব নজরুল ইসলাম,সাব-ইন্সপেক্টর নাজমুল ইসলাম বাবুল,সাব-ইন্সপেক্টর ইউসূফ আলী, সাব-ইন্সপেক্টর মাজরেহা হোসাইন,সাব-ইন্সপেক্টর তরিকুল ইসলাম সুমন, সাব-ইন্সপেক্টর বেল্লাল হোসেন,সাব-ইন্সপেক্টর প্রবীর কুমার,সাব-ইন্সপেক্টর অনূপ কুমার, সাব-ইন্সপেক্টর শ্যামা প্রসাদ,সাব-ইন্সপেক্টর নূর আলম,সাব-ইন্সপেক্টর রইচ উদ্দীন, সাব-ইন্সপেক্টর ফতেউর রহমান, ডিবি পুলিশের সাব-ইন্সপেক্টর রবিণ চন্দ্র মন্ডল ,সাব-ইন্সপেক্টর রিয়াদুল ইসলাম,সাব-ইন্সপেক্টর মিজানুর রহমান,সাব-ইন্সপেক্টর হাফিজ,সাব-ইন্সপেক্টর জহরুল ইসলাম,সাব-ইন্সপেক্টর ফারুক,সহকারী সাব-ইন্সপেক্টর মাজেদ, সহকারী সাব-ইন্সপেক্টর অমিত কুমার, সহকারী সাব-ইন্সপেক্টর রাজু,সহকারী সাব-ইন্সপেক্টর শরিয়াতুল্লাহ,সহকারী সাব-ইন্সপেক্টর তরিকুল ইসলাম,সহকারী সাব-ইন্সপেক্টর বৃষ্ঞু ঘোষাল,সহকারী সাব-ইন্সপেক্টর শরীফ,সহকারী সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলাম,সহকারী সাব-ইন্সপেক্টর আব্দুল কুদ্দুস,সহকারী সাব-ইন্সপেক্টর শেখ সুমন, সহকারী সাব-ইন্সপেক্টর রাশেদ,এএসআই আসলাম,এএসআই হামিদ, এএসআই ইমামুল ইসলাম প্রমূখ।পুলিশের মোহড়ার্্যালিতে ৫০-৬০ টি মটর সাইকেল অংশ নেয়।মোহড়া মিছিল টি পুলিশ লাইন্স থেকে যাত্রা শুরু করে সোজা খুলনা রোড মোড় হয়ে বিনের পোতা পর্যন্ত প্রদর্ক্ষিন করে।পরে মোহড়া র্্যালিটি শহরের সংগীতা মোড়, মুন্সিপাড়া মোড়,বাঁকাল চেকপোষ্ট মোড় আলিপুর হয়ে পুনরায় পুলিশ লাইন্সে এসে সমাপ্ত হয়।

মহড়া শেষে পুলিশ সুপার মো: সাজ্জাদুর রহমান বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় যে কোন প্রকার জঙ্গী বাদ, নাসকতা এবং সন্ত্রাসবাদ এড়াতে পলিশের এই বিশেষ মহড়ার আয়োজন করা হয়েছে।তিনি বলেন নির্বাচন চলাকালীন সময় বৈধ কাগজ পত্র ছাড়া কোন যানবহণ রাস্তায় নামানো যাবেনা,নির্বাচন চলাকালীন সময় মটর সাইকেলে ২ জনের বেশি ৩ জন আরোহী তোলা যাবেনা,যাত্রী ও চালক দুই জনকে হেলমেট পরিধান করতে হবে।তিনি বলেন নির্বাচন চলাকালীন সময়ে কেউ যেনো অবৈধ অস্ত্র বহণ করতে না পারে সেদিকে আমাদের পুলিশ সর্বদা তৎপর থাকবে।আর বৈধ অস্ত্রের মালিকরা যেন বৈধ অস্ত্রের অপব্যবহার না করতে পারে সেজন্য আমাদের পুলিশ অফিসার গণ তাদের কে সব সময় নজরদারীতে রাখবেন।

তিনি আরও বলেন, অপ্রীতিকর যে কোন ঘটনা এড়াতে সাতক্ষীরা পুলিশে নতুন সংযোগ হয়েছে (এ পি সি) ইউনিট। ইউনিট টি বিশেষ বিশেষ ক্ষেত্রে পরিস্থিতি বুঝে ব্যবহার করা হবে।তিনি বলেন আমরা চাই সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচন হবে উৎসব মূখর পরিবেশে।কেউ কোন রকম অরাজকতা সৃষ্টির অপচেষ্টা করলে আমরা(পুলিশ) তার বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করবে। একই সাথে তিনি সাতক্ষীরার জনগণকে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোট প্রদানের জন্য আহবান জানান।

Published by Zime.





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন