
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানালো সাতক্ষীরা জেলা পুলিশ।অমর একুশে ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহম্পিতার দিবাগত রাত ১২.০১ মিনিটে সাতক্ষীরা রাজ্জাক পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুলের ডালি দিয়ে শ্রদ্ধা জানান সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
![]()
শ্রদ্ধা জ্ঞাপন কালে এসময় পুলিশ সুপারের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শেখ ইমরান হোসেন বিপিএম,পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর রহমান, সহকারি পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ হাসানুর রহমান, সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক, ডিবির ওসি নিজাম উদ্দীন মোল্যা, বিশেষ শাখার ডিআইওয়ান হাফিজুর রহমান,সাতক্ষীরা থানার ইন্সপেক্টর (তদন্ত) শফিকুল ইসলাম,সাতক্ষীরা থানার ইন্সপেক্টর (অপারেশন্স)সুশান্ত ঘোষ সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ।
