মেয়েটির নাম সেওতি । শারীরিক প্রতিবন্ধী। প্রতিবন্ধীতা তাকে রুখতে পারিনি।সে এমএ পাশ করেছে ।
দিনমুজুর বাবার মেয়ে । ঘর নাই । সেওতি চাকরী চায়। আমার চাকরী দেয়ার সুযোগ নাই ।
ওর জন্য জেলা প্রশাসন সাতক্ষীরা এবং উপজেলা প্রশাসনের এডমিন ক্যাডারের সব অফিসারেরা মিলে ২ লাখ টাকা দিয়ে এই ঘর টি নির্মান শুরু করেছি।
তাকে একটি ল্যাপটপ দিবো এবং প্রশিখ্খন দিয়ে আত্মনির্ভরশীল করে তার কর্মসংস্হান এর ব্যবস্হা করে দিতে আমি সর্বাত্মক প্রচেষ্টা গ্রহন করবো । মুজিববর্ষে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবো ।

লেখক : এসএম মোস্তফা কামাল, বিঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সাতক্ষীরা।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন