♣♣♣
নিজস্ব প্রতিনিধিঃ
২০১৮ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও জঙ্গিবাদ, মাদক, ইভটেজিং এবং বাল্য বিবাহ বিরোধী অভিভাবক-শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান মিয়া। ২০ জুলাই বিকাল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একাধিক কর্মসূচীর অংশ হিসাবে উপজেলা চত্ত্বরে একটি বৃক্ষরোপন করেন। এরপর প্রধান অতিথি ২০১৮ জুন মাসে বজ্রপাতে উপজেলায় নিহত ও আহতের পরিবারের মাঝে ক্ষতিপুরনের নগদ চেক বিতরণ, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ, এডিপি প্রকল্পের আওতায় ইউনিয়ন কর্মীদের মাঝে মাছ চাষের নিমিত্বে মাটি ও পানি পরীক্ষার যন্ত্রপাতি সরবরাহ, হতদরিদ্র পরিবারের মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ, বয়স্ক প্রতিবন্ধি ও বিধবাদের বসার স্থান আপন ছায়ার শুভ উদ্বোধন, উপজেলা পরিষদের পুকুরে মৎস্য অবমুক্ত করণ এবং শেষ পর্বে জেলা প্রশাসক মোঃ ইফতেখার হোসেন এর সভাপতিত্বে ২০১৮ সালের এসএসসি, দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান করেন এবং জঙ্গিবাদ, মাদক ও ইভটিজিং ও বাল্য বিবাহ বিরোধী কর্মকান্ড নিয়ে প্রধান অতিথি উপস্থিত শিক্ষার্থী অভিভাবক সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মত বিনিময় করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মহসিন উল মুলক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকার, থানা অফিসার ইনচার্জ ইলিয়াস হোসেন (পিপিএম), ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি সদর ইউপি চেয়ারম্যান পিপি এ্যাড. জহুরুল হায়দার বাবু, সাধারণ সম্পাদক এ্যাড. শোকর আলী সহ চেয়ারম্যানবৃন্দ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল সহ উপজেলা প্রশাসকের কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথি মাদক থেকে দুরে রাখতে এবং লেখাপড়ায় সন্তানদের মনোনিবেষ হওয়ার জন্য অভিভাবকদের তাগিদ দেন এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের রাত ৮টার পরে বাড়ীর বাইরে না থাকার নির্দেশ দেন। এসময় দেশের সর্ববৃহৎ উপজেলা শ্যামনগরকে আগামী ২মাসের মধ্যে পৌরসভার কার্যক্রম শুরু করার ঘোষনা দেন। তিনি সম্ভাবনাময় বিভিন্ন শিল্পে সমৃদ্ধ করার লক্ষ্যে শ্যামনগর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে রুপান্তরিত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডে সকলের সহযোগিতা কামনা করেন।
পূর্ববর্তী পোস্ট