বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ হাতে রেখে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড.বেনজীর আহমেদ বিপিএম-বার।

শুক্রবার (৬ আগস্ট) রাতে Bangladesh Police এর ভেরিভাইড পেইজ থেকে আইজিপি অভিনন্দন বার্তায় দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তারা। টাইগারদের জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন আইজিপি।

একই সঙ্গে সাফল্যের এই ধারা অব্যাহত রেখে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান পুলিশ প্রধান।

এর আগে মঙ্গলবার ও বুধবার সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩ রানে এবং দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে জয় পায় বাংলাদেশ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন