★★★
সিটিজেন জার্নালিস্ট(জিমি):
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ই মার্চের ভাষণের উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা শিশু একাডেমির আয়োজরন শিশু একাডেমির হলরুমে এ অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আবু জাফর মো. আসিফ ইকবাল’র সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রভাষক মোশতাক আহমেদ শুভ্র, সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শরিফুল ইসলাম, ফারুকুজ্জামান ডেভিট, এমএ আব্দুল জলিল, আব্দুস সবুর প্রমুখ।
বক্তারা বলেন, ‘সারা বিশ্বের ৪১ টি মহান ভাষণের বইয়ে ২০১ নম্বর পাতায় জাতির পিতার যে ভাষণটি রয়েছে সেটি একক এবং অনন্য এই জিনিস দ্বারা যে, বাকি স্বীকৃতিপ্রাপ্ত মহান ভাষণগুলো লিখিত এবং সুপরিকল্পিত। কিন্তু জাতির পিতা ভাষণ ছিল পৃথিবীর মানুষের সামগ্রিক মুক্তির মহা ইতিহাস। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিশু একাডেমির লাইব্রেরিয়ান শেখ মো. রফিকুল ইসলাম।