সাতক্ষীরা সদরের দহকুলা গ্রামের কন্যা দায়গ্রস্থ বাবা মোকছেদ আলী গাজী বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরে গিয়েছেন মেয়ের বিয়ের জন্য একটু আর্থিক সহযোগিতা চাইতে।সবাই কম বেশি ৫০-১০০ টাকা দিয়েছেন তাকে সহযোগিতা করার জন্য।রাস্তায় চলতি পথে কন্যা দায়গ্রস্থ বাবা মোকছেদ আলী গাজীর সাহায্য চাওয়ার দৃশ্যটি চোখে পড়ে সাতক্ষীরা থানার পরিদর্শক (তদন্ত) মো:আবুল কালাম আজাদের ।পরে  কথা বলতে বলতে ইন্সপেক্টর তদন্ত আবুল কালাম আজাদ তাকে ডেকে নিয়ে যান থানায় তার অফিস কক্ষে।পরে তার কণ্যার বিয়ের সাহায্যের আবেদন শুনে ইন্সপেক্টর তদন্ত আবুল কালাম আজাদ কন্যা দায়গ্রস্থ বাবা মোকছেদ আলী গাজীকে তার কণ্যার বিয়ের জন্য গতকাল বৃহস্পতিবার একটা দামী শাড়ি কিনে এনে উপহার দেন।

কন্যা দায়গ্রস্ত পিতা সাহায্য স্বরুপ একটি দামী শাড়ি পেয়ে ভিষণ খুশি হন এবং আবেগে আপ্লুত হয়ে ইন্সপেক্টর তদন্ত আবুল কালাম আজাদ কে বলেন স্যার পুলিশ যে “মানুষের বিপদের বন্ধু” তা আবারো আপনি প্রমান করে দিলেন। সৃষ্টিকর্তা আপনাকে সুস্থ ও ভালো রাখুক।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন