“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী সন্ত্রাস মুক্ত দেশ গড়ি” করি উক্ত শ্লোগান কে সামনে রেখে গতকাল ২৪ অক্টোবর রোজ বৃহস্পতিবার সকাল ০৯:০০ ঘটিকায় খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের কনফারেন্স রুমে মটরযান চালকদের প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণে খুলনা মহানগরের ৫০ জন বাস, ট্রাক ও থ্রি হুইলার চালকদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন কেএমপি’র সন্মানিত পুলিশ কমিশনার জনাব খন্দকার লুৎফুল কবির, পিপিএম-সেবা।
“কমিউনিটি পুলিশিং ডে-২০১৯” উদযাপনের অংশ হিসাবে খুলনা মেট্রোপলিটন পুলিশ ও খুলনা মহানগর কমিউনিটি পুলিশিং ফোরামের যৌথ উদ্যোগে উক্ত অনুষ্ঠান আয়োজিত হয়।অনুষ্ঠানে কেএমপির ট্রাফিক বিভাগের ডিসি,এডিসি (পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার) কামরুল ইসলাম সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।