বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রতিষ্ঠিত কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের যাত্রা শুরু হল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার (১১ সেপ্টেম্বর ২০১৯) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্যাংকের নামফলক উন্মোচন করে কমিউনিটি ব্যাংকের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধন অনুষ্ঠানটি রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়াম ও গুলশানে কমিউনিটি ব্যাংকের কর্পোরেট শাখা থেকেও একযোগে সম্প্রচার করা হয়।

অনুষ্ঠানে গণভবন প্রান্তে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার), প্রধান মন্ত্রীর মূখ্য সচিব নজিবুর রহমান,  অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোঃ আসাদুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর, র‌্যাবের মহাপরিচালক ড.বেনজীর আহমেদ, জাতীয় নিরাপত্তা সেলের প্রধান আসাদুজ্জামান মিয়া,  ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ঢাকা রেজ্ঞের ডিআইজি হাবিবুর রহমান, স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি আবু কালাম সিদ্দিক  সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

রাজারবাগ প্রান্তে অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশনস) ড. মোঃ মইনুর রহমান চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ পুলিশের প্রায় সহস্্রাধিক সদস্য, কেন্দ্রীয় ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, শিল্প উদ্যোক্তা ও ব্যাবসায়ীগণ উপস্থিত ছিলেন। ব্যাংকের কর্পোরেট শাখা প্রান্তে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মসিউল হক চৌধুরী, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, ব্যাংকের গ্রাহক ও শুভানুধ্যায়ীগণ।

যাত্রা শুরু থেকেই কমিউনিটি ব্যাংক প্রাতিষ্ঠানিক সুশাসনের নিশ্চয়তা প্রদানের লক্ষ্যে স্বতন্ত্র পরিচালক নিয়োগসহ কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারকসমূহ পরিপূর্ণভাবে পরিপালন করে আসছে। গ্রাহকসেবার মান উনড়বয়ন, প্রতিশ্রুতি রক্ষা, শহর থেকে গ্রাম পর্যন্ত ব্যাংকিং সেবা পৌঁছে দেয়া, নতুন কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিনড়ব শিল্পে বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রেখে কমিউনিটি ব্যাংক দেশের অর্থনৈতিক উনড়বয়ন অগ্রযাত্রায় কার্যকর ভূমিকা রাখতে দৃঢ প্রতিজ্ঞ।

‘আস্থা, নিরাপত্তা, প্রগতি’ কমিউনিটি ব্যাংকের মূল ভিত্তি। ব্যাংকিং সেবার আওতার বাইরে থাকা প্রন্তিক জনগোষ্ঠীর কাছে অত্যাধুনিক, নিরাপদ ও আস্থাশীল আর্থিক প্রতিষ্ঠান হিসেবে কমিউনিটি ব্যাংক সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সার্বিক সমৃদ্ধি কামনা করে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন