ইউএনও : ভাই আপনার মাস্ক পরা নেই কেনো? পথচারী: মাস্ক আছে কিন্তু পকেটে স্যার। ইউএনও: আগে মাস্ক পরেন,মাস্ক ছাড়া কেউ ঘর থেকে বাহির হবেন না।এভাবেই রবিবার দিনভোর সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন মোড়ে করোনার দ্বিতিয় ঢেউ মোকাবেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেছেন সাতক্ষীরা সদর উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী। মোবাইল কোর্ট পরিচালনা কালে যে সকল পথচারীরা মাস্ক না পড়ে ঘুরে বেড়াচ্ছিলেন তাদের কে গুনতে হয় আর্থিক জরিমানা।
নির্বাহী অফিসার এসময় তার ব্যক্তিগত উদ্যোগে মাস্ক বিহিন পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন। মোবাইল কোর্ট পরিচালনা কালে সাতক্ষীরা সদর উপজেলার সহকারী কমিশনার মো:আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।পরে নির্বাহী অফিসার লাবসায় মা চম্পার দরগায় অবস্থিত অবৈধ দখলদার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।