খুলনা জেলা পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ বিপিএম স্বব-পরিবারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এসপি শফিউল্লাহকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের ভিআইপি কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পরিবারের অন্য সদস্যদের বাসায় আইসোলেশনে রাখা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বিকেলে এসপি শফিউল্লাহর বন্ধু খুমেক হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. শহীদুল ইসলাম মুকুল বলেন, এসপি শফিউল্লাহ ও তার মা, স্ত্রী, দুই সন্তানের গত ২৬ তারিখে করোনা শনাক্ত হয়। তারা বাড়িতে আইসোলেশনে আছেন।
কিন্তু আগে থেকে অ্যাজমা সমস্যা থাকার কারণে এসপি শফিউল্লাহকে শনিবার (২৯ আগস্ট) বিকেলে খুমেক হাসপাতালের ভিআইপি কেবিনে ভর্তি করা হয়।
প্রাসংঙ্গত : করোনা কালে খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম করোনায় কর্মহীন মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন। তাছাড়া ঘূর্ণিঝড় আম্পান /বুলবুলি তে ক্ষতিগ্রস্তদের মাঝেও খুলনার পুলিশ সুপার এসএম শফিউল্লাহ শুকনা খাবার সামগ্রী পৌছে দিয়েছেন।