সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান বলেছেন করোনা ভাইরাস প্রতিরোধে সবাই কে সচেতন হতে হবে,হাঁচি-কাশি দেওয়ার সময় মুখে মাস্ক রাখতে হবে, মানুষের সাথে দেখা হলে কোলাকুলি – হ্যান্ডসেট না করতে হবে, জ্বর-গলায় ব্যাথা হলে দ্রুত বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিতে হবে তাহলে করোনা ভাইরাস থেকে দুরে থাকা যাবে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা থানার সকল পুলিশ সদস্যদের মাঝে মাস্ক ও হ্যান্ড ওয়াস বিতরণ কালে তিনি এসব কথা বলেন।
ওসি মোস্তাফিজুর রহমান আরো বলেন করোনা ভাইরাসে বিভিন্ন দেশে যে পরিমান লোক আক্রান্ত হয়েছে তার চাইতে অনেক বেশি মানুষ সুস্থ্য হয়ে হাসপাতাল থেকে বাড়ি চলে গেছে। তাই করোনা ভাইরাস নিয়ে কেউ আতঙ্কিত হবেনা এবং কোন গুজবে কান দিবেন না। ওসি মোস্তাফিজুর রহমান এসময় সাতক্ষীরা থানার সকল সাব-ইন্সপেক্টর, সহকারী সাব-ইন্সপেক্টর ও কনস্টেবলদের মাঝে ১ টি করে হ্যান্ড ওয়াস ও মাস্ক বিতরণ করেন।তিনি বলেন প্রত্যেক পুলিশ সদস্য ফিল্ডের কাজ শেষে থানায় প্রবেশের আগে ভালো করে হ্যান্ড ওয়াস দিয়ে হাত ধুয়ে তারপরে বাকি কাজ করবেন।
এসময় সাতক্ষীরা থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আবুল কালাম আজাদ, সাতক্ষীরা থানার ইন্সপেক্টর (অপারেশন) বিপ্লব কুমার কান্তি, সেকেন্ড অফিসার প্রদীপ কুমার সানা সহ সকল এসআই, এএসআই ও সকল কনস্টেবল বৃন্দ উপস্থিত ছিলেন।