করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজে জীবাণু নাশক স্প্রে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে কর্মসূচির উদ্বোধন করেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মোহাম্মদ আবু সায়ীদ, সদর হাসপাতালের আরএমও ডাঃ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, এসএম শওকত হোসেন, মোঃ শাহাদাৎ হোসেন, সৈয়দ ফিরোজ কামাল শুভ্রু, তৌহিদুর রহমান ডাবলু, শেখ আব্দুর রশিদ, শেখ হারুন উর রশিদ সহ স্বেচ্ছাসেবকবৃন্দ।
পরে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সামনে সাধারণ মানুষের জন্য হাত ধোয়ার বেসিন স্থাপন করা হয় এবং করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য সচেতনতা মুলক লিফলেট বিতরণ করা হয়।