করোনা ভাইরাস প্রতিরোধে ভোমরা ইমিগ্রেশন পুলিশ যাত্রীদের মাঝে মাক্স প্রদান করছে।বুধবার সকাল থেকে ভারত থেকে পাসপোর্টযোগে দেশে ফেরা যাত্রীদের হাতে একটি করে মাক্স তুলে দেন ভোমরা ইমিগ্রেশনের আইসি বিশ্বজিৎ সরকার।ভোমরা ইমিগ্রেশন পুলিশের সূত্র জানায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বার এঁর দিক নির্দেশনা মোতাবেক ভারত থেকে দেশে আসা যাত্রীদের মাঝে একটি করে মাক্স প্রদান করা হচ্ছে।ইমিগ্রেশন পুলিশ আরো জানায় বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ও যাত্রীদের মাঝে একটি করে মাক্স বিতরণ করা হচ্ছে।
এবিষয়ে ভোমরা ইমিগ্রেশন পুলিশের আইসি বিশ্বজিৎ সরকার প্রতিবেদক কে বলেন “মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার “উক্ত শ্লোগান কে সামনে রেখে ভোমরা ইমিগ্রেশন পুলিশ নিরবিচ্ছিন্ন ভাবে যাত্রীদের সেবা নিশ্চিত করে যাচ্ছে পাসাপাসি যাত্রীরা যেনো করোনা ভাইরাসে আক্রান্ত না হয় সেজন্য সাতক্ষীরা পুলিশ সুপারের পক্ষ থেকে যাত্রীদের মাঝে মাক্স বিতরণ করা হচ্ছে।