করোনা ভাইরাস (বিএফ-7) প্রতিরোধে জেলা স্বাস্থ্য বিভাগের সচেতনতা মূলক প্রচারণা

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 240 দর্শন

 

সাতক্ষীরা জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ সবিজুর রহমান এঁর  নির্দেশনায় করোনা ভাইরাস (বিএফ-7) এর প্রতিরোধ মূলক প্রচারে স্বাস্থ্যশিক্ষা বিভাগ, সিভিল সার্জন অফিস সাতক্ষীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সচেতনা মুলক প্রচারণা অব্যহত রেখেছে।

মঙ্গলবার সকাল থেকে একটি ইজিবাইকে মাইক বেঁধে  বাস টা‌র্মিনাল, প্রেস ক্লাব, লাবনী মোড়, বড়বাজারসহ বি‌ভিন্ন জনসমাগম  মাইকিং করে জনগণ কে সচেতন করছেন।মাইকিংয়ের পাশাপাশি দেওয়ালে স্টিকার লাগানো,  লিফ‌লেট বিতরণ  এবং মাক্স বিতরণ কর‌া হয়।

জেলা সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে।সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সুত্র জানায় কো‌ভিড ১৯ (বিএফ-7) প্রতি‌রো‌ধ সহ বি‌ভিন্ন বিষ‌য়ে স্বাস্থ‌্য স‌চেতনতা বৃদ্ধিতে এ ধরনের সচেতনতা মুলক কার্যক্রম জেলাব্যাপী  চলমান থাক‌বে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন