কলারোয়া থানায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল ২৫ নভেম্বর ২০২৪ খ্রিঃ তারিখে কলারোয়া থানাধীন বলফিল্ড মাঠ প্রাঙ্গণে কলারোয়া থানার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
মতবিনিময় সভায় পুলিশ সুপার তার বক্তব্যে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন,জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। সাতক্ষীরার জনগণ বাস্তবিকই বন্ধুভাবাপন্ন। আমরা সর্বদাই সকলের নিকট আইনের প্রতি আনুগত্য আশা করি।তিনি বলেন, যেহেতু পুলিশের একার পক্ষে অপরাধ নির্মূল করা দুঃসাধ্য, তাই আমরা আপনাদের গুরুত্বপূর্ণ ও সুচিন্তিত পরামর্শকে সর্বদায় স্বাগত জানাই।
পুলিশ সুপার বলেন, আপনাদের চারপাশে প্রতিনিয়ত ঘটমান অপরাধ সংক্রান্ত তথ্য প্রদানকে আমরা উৎসাহিত করি এবং এ ধরনের সংবাদ ও সংবাদদাতার নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় আমরা সর্বদাই সচেতন।তিনি আরও বলেন, মাদক একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। এটি একটি সামাজিক ব্যাধি। আমি এবং আমার সহকর্মীগণ সাতক্ষীরা জেলা হতে মাদক নির্মূলে শতভাগ প্রতিজ্ঞাবদ্ধ। মাদক বিক্রেতা এবং ব্যবহারকারী সম্পর্কে তথ্য প্রদান ও তাদেরকে বিচারের মুখোমুখি করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি।
মতবিনিময় সভায় এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান বিপিএম, মোঃ সামসুল আরেফিন, অফিসার ইনচার্জ, কলারোয়া থানা,কলারোয়া উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ,কলারোয়া থানার অফিসার /ফোর্স এবং স্থানীয় জনগণ।