স্টার্ফ রিপোর্টার : কলারোয়ায় নাশকতার প্রস্তুতীকালে জামায়াতের ৪ আমীরকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (১০ ই ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার ওফাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন জয়নগর ইউনিয়ন জামায়াতের আমীর ক্ষেত্রপাড়া গ্রামের মৃত এজাহার আলীর ছেলে মহব্বত আলী (৫৫), চান্দুড়িয়া গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে চন্দনপুর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল গফুর মন্টু (৫৫), বৈদ্যপুর গ্রামের মৃত আব্দুল আহাদ ফকিরের ছেলে ওয়ার্ড জামায়াতের আমির শফিকুল ইসলাম (৬৫), হিজলদী ফকিরপাড়া গ্রামের মৃত আবু বক্কর মন্ডলের ছেলে ওয়ার্ড জামায়াতের আমির আব্দুল মজিদ (৬০)।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মেদ জানান- সোমবার সন্ধ্যার দিকে উপজেলার ওফাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় বসে জামায়াতের নেতাকর্মীরা একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার লক্ষে ২০/২৫ মিলে নাশকতা পরিকল্পনা করছিল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নাশকতাকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সেখান থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ঘটনাস্থান থেকে বিস্ফোরিত ককটেল, বোমার অংশ, জালের কাঠি, কাচের টুকরা, জর্দ্দার কোটার অংশ, বিয়ারিং বল, বাশের লাঠি, ভ্যানের টায়ার উদ্ধার করেন। অভিযানে নেতৃত্ব দেন থানার সেকেন্ড অফিসার এসআই নাজিম উদ্দিন, এসআই জাহাঙ্গীর হোসেন, এসআই শরিফুল ইসলাম, এএসআই মিজানুর রহমান, এএসআই মিলন হোসাইন, এএসআই আলাউদ্দিন, এএসআই জসিম উদ্দিন, এএসআই তরুন কুমার অধিকারী, এএসআই নূর আলী, এএসআই গোপাল চন্দ্র বৈদ্য, এ ঘটনায় কলারোয়া থানায় ১৬জনের নাম উল্লেখ্য করে এবং ২৫/৩০জনকে অজ্ঞাত করে একটি মামলা নং-০৭(১২)১৮ দায়ের হয়ে মঙ্গলবার আটকদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সূত্র: সাতক্ষীরা টাইম্স 24.com