সাতক্ষীরার কলারোয়ায় সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ে বছরের প্রথম দিনে পাঠ্যপুস্তক উৎসব ও বই বিতরণ উদযাপিত হয়েছে। এ বছর শিক্ষার্থীদের মাঝে হাজার হাজার বই বিতরণ করা হয়। পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ। মঙ্গলবার (১লা জানুয়ারী) সকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে এই বই উৎসবের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথী’র বক্তৃতায় উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন বলেছেন, এক সময় ধনী আর দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য ছিলো। গরীব শিক্ষার্থীরা নতুন বই কিনতে পারতো না। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বৈষম্য দূরকরণের উদ্যোগ গ্রহণ করেন। তখন অনেকেই পহেলা জানুয়ারী সারা দেশে একযোগে নতুন বই বিতরণ নিয়ে সংশয় প্রকাশ করেছিলো।
কিন্তু সেই সংশয়কে ভুল প্রমাণিত করে গত ১০ বছর যাবত নব বর্ষের প্রথম দিনেই সকল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ বছর সারা দেশে সরকার বিনামূল্য ৩৫ কোটি ২২ লাখ বই বিতরণ করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে বক্তৃতা রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব আরাফাত হোসেন বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোজাফ্ফর হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা শোভা রায়, স্কুলের প্রধান শিক্ষক মুজিবুর রহমান প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সহ সভাপতি দিলশাত পারভীন, সদস্য ওলিয়ার রহমান, জিল্লুর রহমান, লাকি মোশারেফ, রেশমী রেজা, স্কুলে ডোনারগণ সুকদেব কুমার দত্ত, হারুন অর রশিদ, আব্দুল ওহাব মামুন, বেলা রহমান, আমজাদ হোসেন শাহিন, আসাদুজ্জামান আসাদ, তাজমুন ইসলাম, আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, সাইদুল ইসলাম সুমন, নাসির উদ্দিন, আলাউদ্দিন, কাজী মশিউল আজম তুহিন, শাহাজান কবীর, জিয়াউর রহমান, সহকারী শিক্ষক অনুপ কুমার, হারুন অর রশিদ, শিক্ষিকা শিরিন সুলতানা, সৈয়দা রিক্তা খানম, মুসলিমা খাতুন, আনোয়ারা খাতুন, নাসরিন সুলতানা, তহমিনা সুলতানা, রাবেয়া বৈরী ও শামিমা নাসরীনসহ সকল অবিভাবক ও ছাত্র/ ছাত্রীবৃন্দ। উদ্বোধন শেষে অনুষ্ঠানে অতিথীবৃন্দ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।