♣♣♣♣
মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষনা অনুযায়ী মুক্তি যুদ্ধে নিহত ৩০ লক্ষ শহীদের স্মরনে ৩০ লক্ষ বৃক্ষ রোপনের কর্মসূচীর অংশ হিসাবে রবিবার সকালে উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমগাছের চারা রোপণ করলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। এসময় তাঁর সাথে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ। জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন রোববার উপজেলা সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়, সোনাবাড়িয়া ওমর ইবনে খাত্তাব দাখিল মাদ্রাসা, দমদম মাধ্যমিক বিদ্যালয়,বিবিআরএনএস মাধ্যমিক বিদ্যালয়, বুঝতলা আবু বকর সিদ্দিক মাদ্রাসা, চন্দনপুর হ্ইাস্কুল, রামকৃষ্ণপুর গার্লস হাইস্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হিমসাগর জাতের আমগাছের চারা রোপণ করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ জানান, এডিবি’র অর্থায়নে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫শ’ হিমসাগর আমগাছের চারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে। আমগাছের এই চারা রোপণের সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান, শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন