নাশকতাকারী দের কোন ছাড় নেই : কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান

দ্বারা zime
০ মন্তব্য 276 দর্শন

 

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেছেন নাশকতাকারীদের কোন ছাড় হবে না। যারা সরকার পতনের লক্ষে নাশকতা করে তারা দেশ ও জাতির শত্রু। মঙ্গলবার নাশকতা মামলার ১৩ জন ওয়ারেন্ট ভুত্ত  আসামী আটক করার পর এক প্রেস বিঞ্জপ্তি তে এসব কথা জানান কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মোহা: মোস্তাফিজুর রহমান।

প্রেস বিঞ্জপ্তি তে  জানানো হয় ,সাতক্ষীরা জেলা পুলিশ সুপার  কাজী মনিরুজ্জামান পিপিএম এঁর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ)  মোঃ সজীব খান  ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  মীর আসাদুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ  মোহাঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে কলারোয়া থানার অফিসার ফোর্স ইং-১৮/০৪/২০২৩ তারিখ থানা এলাকার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে নাশকতা মামলায় আসামী  ১। মোঃ মফিজুর রহমান(৪৩), পিতা-মৃত ইমান আলী সানা, সাং-গাজনা, ২। মোঃ দবীর উদ্দিন(৪২), পিতা-আঃ গফুর গাজী, সাং-তরুলিয়া, ৩। মোঃ কামরুজ্জামান@শাহীন(৪২), পিতা-শহীদুল ইসলাম, সাং-ফয়জুল্লাহপুর, ৪। মোঃ আঃ মালেক(৪০), পিতা-মোঃ ওমর আলী সানা, সাং-গাজনা, ৫। মোঃ মিজানুর রহমান(৪৫), পিতা-মৃত ইন্তাজ আলী, সাং-ফয়জুল্লাহপুর, ৬। মোঃ মিলন@শাহানুর(৪২), পিতা-মৃত নুরুল ইসলাম সরদার, সাং-সোনাবাড়ীয়া, ৭। মোঃ আমানুল হক(৪৮), পিতা-মোঃ আতিয়ার রহমান সাং-ব্রজবাকসা, ৮। মোঃ সালাম মাহমুদ (৪০), পিতা- মোহাম্মাদ আলী, সাং-চান্দুড়িয়া, ৯। মোঃ আতাউর রহমান (৪০), পিতা-মোঃ ইয়ার আলী, সাং-কাদপুর, ১০। আরিফুল ইসলাম(৩০), পিতা-মোঃ আবুল কাশেম, সাং-রুদ্রপুর(তেলকাড়া), ১১। মোঃ সাইকুল ইসলাম(৫০), পিতা-মোঃ দাউদ আলী, সাং-বাগাডাঙ্গা, ১২। মোঃ আস্তানুর রহমান(৫০), পিতা-মোঃ আশরাফ আলী গাজী, সাং-বাগাডাঙ্গা, ১৩। মোঃ কবির আহমেদ(৫০), পিতা-আঃ বারী, সাং-দেয়াড়া(দফাদার পাড়া), সর্বথানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা’দের গ্রেফতার করে।

আটকের বিষয়টি নিশ্চিত করে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহা মোস্তাফিজুর রহমান জানান আটককৃত আসামীরা নাশকতা মামলার ওয়ারেন্ট ভুক্ত  আসামী।তারা সরকার বিরোধী কর্মকান্ডে লিল্প, দীর্ঘ দিন পালিয়ে ছিলো।  তিনি জানান,আটককৃতদের  বিঞ্জ আদালতে সোপর্দ করা হবে।ওসি আরো জানান,নাশকতাকারী দের কোন ছাড় নেই।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন