★★★★
সিটিজেন জার্নালিস্ট(জিমি):
সাতক্ষীরা জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও নবাগত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ ইফতেখার হোসেন আজ সকালে কলারোয়া উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয় ও কলারোয়া থানা পরিদর্শন করেছেন।পরিদর্শন কালে কলারোয়া উপজেলার নির্বাহী অফিসার জনাব মনিরা পারভীন ও কলারোয়া থানার অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার দেবণাথ নবাগত জেলা প্রশাসক কে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করেন।কলারোয়া থানার অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার দেবণাথের নেতৃত্বে একদল চৌকশ পুলিশ নবাগত জেলা প্রশাসক কে গার্ড অফ অর্নার প্রদান করেন।এসময় কলারোয়া থানার অস্ত্রাগার,মালখানা,হাজত খানা সহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার নথি পত্র পরিদর্শন করেন নবাগত জেলা প্রশাসক।এসময় নবাগত জেলা প্রশাসক কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যেশ্যে বলেন,কলারোয়া উপজেলায় বাল্য বিবাহ কে লাল কার্ড দেখাতে হবে।এলাকা থেকে ইভটিজার, মাদক,সন্ত্রাস ও জঙ্গিবাদ কে চিরতরে বিদায় দিতে হবে।অস্বাস্থ্যকর পরিবেশে যারা পঁচা-বাঁশি খাবার বিক্রি করছেন,যে সব ফাম্মেসী মেয়াদ উত্তীর্ন ঔষধ বিক্রি করছেন,তাদের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করার জন্য উপজেলা প্রশাসন কে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এছাড়া নবাগত জেলা প্রশাসক কলারোয়া উপজেলার সরকারী কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, গন্যমান্য ব্যক্তিত্ব ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। তিনি উপজেলা সাব-রেজিষ্ট্রার অফিস ও জি.কে আম কে পাইলট হাই স্কুল পরিদর্শন করেন ও ন্যাশনাল সার্ভিস প্রোগ্রামের ক্লাস পরিদর্শন করেন।