নিজস্ব প্রতিবেদকঃ
সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের মাদক ও জঙ্গি বিরোধী বিশেষ অভিযানে ০২(দুই) জন জামায়াত নেতা এবং ২৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ (এক) জন, ও জি,আর এবং সি আর সাজা ওয়ারেন্ট ভুক্ত ০৪(চার) জন আসামী গ্রেফতার করা হয়েছে।অপর একটি অভিযানে কলারোয়া উপজেলার স্বেচ্ছা সেবক দলের নেতা নাশকতা মামলার আসামী মাস্টার মনিরুজ্জামান কে গ্রেপ্তার করেছেন,কলারোয়া থানা পুলিশ।

সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সাজ্জাদুর রহমানের (মাদক-জঙ্গি বিরোধী) জিরো টলারেন্স নীতি ও নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার ও সদ্য পদন্নতি প্রাপ্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মেরিনা আক্তারের নির্দেশনা মোতাবেক, কলারোয়া থানার মিডিয়া বান্ধব অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার দেবনাথের নেতৃত্বে কলারোয়া থানা এলাকায় পৃথক পৃথক ভাবে বিশেষ অভিযান পরিচালনা কালে এসআই পিন্টু লাল দাস, এসআই মোঃ আমিনুল ইসলাম, এসআই মোঃ হাসানুজ্জামান, এএসআই মোঃ নূর আলী ও সঙ্গীয় ফোর্স এর সহযোগীতায় মোঃ রেজাউল ইসলাম পিতা-মৃত আঃ রশিদ সরদার সাং-বামনখালী,শেখ অহিদুজ্জামান পিতা-মৃত আব্দুল ওয়াজেদ সাং-রাজনগর, সুব্রত কুন্ড পিতা-জযদেব কুমার কুন্ড সাং-গোপিনাথপুর, মোঃ আনিচুর রহমান পিতা-মৃত সুরত আলী গাজী সাং-পাকুড়িয়া, উভয় থানা-কলারোয়া জেলা-সাতক্ষীরাদের গ্রেফতার করতে সক্ষম হন।
এসময় দুই জনের কাছ থেকে ২৪ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।অপর দুই জন জামায়াত নেতা ও অপর দুই জন সি আর সাজা প্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামী বলে জানিয়েছেন,কলারোয়া থানার অফিসার ইনচার্জ জনাব বিল্পপ কুমার দেবণাথ।
গ্রেপ্তারের বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ জনাব বিল্বব কুমার দেবনাথ জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা অপরাধ মুলক কর্মকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।তাদের কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে এবং বিজ্ঞ আদালত তাদের জামিন না মজ্ঞুর করে জেল হাজতে পাঠিয়েছেন।তিনি আরও বলেন,আমাদের নিয়মিত মাদক ও জঙ্গি বিরোধী অভিযান চলমান আছে।

এদিকে কলারোয়া থানা পুলিশের অপর এক অভিযানে নাশকতা মামলায় আসামী উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মাস্টার মনিরুজ্জামান (৪০) কে আটক করেছে থানা পুলিশ। সে সরকারি জিকে এমকে পাইলট হাইস্কুলের শিক্ষক ও গদখালী গ্রামের বাসিন্দা। মঙ্গলবার রাতে তাকে পৌরসদরের বাড়ি থেকে আটক করেন।
গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই পিন্টু লাল দাস জানতে পারেন যে নাশকতা মামলার আসামী মাস্টার মনিরুজ্জামান বাড়িতে অবস্থান করছে। পরে তার নেতৃত্বে থানার অন্য সদস্যদের নিয়ে ওই বাড়ি ঘেরাও করে মাস্টার মনিরুজ্জামানকে আটক করে থানায় নিয়ে আসেন। একাধিক নাশকতা মামলা থাকায় পুলিশ মাস্টার মনিরুজ্জামানকে আটক করেন বলে জানিয়েছেন,কলারোয়া থানার ওসি বিল্পব কুমার দেবনাথ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন