কাউন্টার টেরোরিজম ইউনিটের ডিআইজি হলেন,” মনিরুল ইসলাম”

দ্বারা zime
০ মন্তব্য 153 দর্শন

 

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান Monirul Islam কে কাউন্টার টেরোরিজম ইউনিটের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

মনিরুল ইসলামের হাত ধরেই বাংলাদেশে যাত্রা শুরু করে কাউন্টার টেরোরিজম ইউনিট। জন্মের পর থেকে জঙ্গি দমনে তৎপর ছিল পুলিশের বিশেষ এই ইউনিট টি। বিদেশী কুকুর কতৃর্ক গন্ধ শুখে বোমা উদ্ধার, রক্তের গন্ধ শুখে খুনের অপরাধী গ্রেপ্তার,মাদকের গন্ধ শুখে মাদক বহনকারী আষামী চিহ্নিত করন ও গ্রেপ্তার ইত্যাদি কিটিক্যাল কাজগুলো তিনি সফলতার সহিত করে থাকেন।যে কিটিক্যাল কাজগুলো  আগে করতেন র্্যাবের কিংবদন্তী মহা-পরিচালক ও সাবেক ডিএমপি কমিশনার ও পুলিশ বাহিনীর আদর্শ ও উজ্জল নক্ষত্র গোপালগজ্ঞের কৃতি সন্তান জনাব বেনজীর আহমেদ।

ঢাকার হলি আর্টিজম  রেস্তোরাঁয় জঙ্গি হামলা ও তার পরবর্তী সময় বিভিন্ন জঙ্গি বিরোধী অভিযানে ইউনিট টি খুব দক্ষতার কাজ করেছে।এরপর সন্ত্রাস ও জঙ্গি দমনে মাস খানেক আগে এন্টি-টেরোরিজম ইউনিট নামে একটি নতুন ইউনিটের অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন ওই ইউনিটের ডিআইজি হিসেবেই গোপালগজ্ঞের কৃতি সন্তান  মনিরুল ইসলামকে বদলি করা হলো।







০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন